সিংড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:৪৭  
অমর একুশে নাটোরের সিংড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার একুশের প্রথম প্রহরে সহধর্মিনী আরিফা জেসমিনকে সঙ্গে নিয়ে স্থানীয় নেতাকর্মী পরিবেষ্টিত অবস্থায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় পলক কালো রঙের পাঞ্জাবী এবং তার স্ত্রী শহীদ মিনার ও বাংলা বর্ণমালা খচিত শাড়ি পড়ে শহীদ মিনারের বেদিতে উপস্থিত হন। সেখানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় পূর্ব বাংলার বীর সন্তান আবদুস সালাম, আবদুল জব্বার, আবুল বরকত, রফিকউদ্দিনদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেয়া বক্তব্যে পলক বলেন, “১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা দিবসে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে অস্বীকার করে বাংলা ভাষার দাবিতে করা প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার হয়েছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি কারা অভ্যন্তরে আমরণ অনশন করেছিলেন।” তিনি বলেন, “বিশ্ব কবি নোবেল পেয়েছেন সাহিত্যের জন্য। আর বঙ্গবন্ধু বাংলা ভাষার অধিকার রক্ষা করে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় ভাষণ প্রদান করে বিশ্বের বুকে বাংলাকে তুলে ধরেছিলেন। আর ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষার যে অধিকার আদায়ের সংগ্রামকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।”